Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

এক নজরে উপজেলা শিক্ষা অফিস, ধুনট, বগুড়াঃ  

প্রতিটি উপজেলায় একটি করে উপজেলা শিক্ষা অফিস রয়েছে । সিটি কর্পোরেশনের আওতায় প্রশাসনিক ইউনিটকে থানা বলা হয় । সে জন্য সেখানে থানা শিক্ষা অফিস বলা হয় । উপজেলা/থানা শিক্ষা অফিসের কাজ একই । থানা/উপজেলা শিক্ষা অফিস হলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রাধীন মাঠপর্যায়ের একটি দপ্তর।

অফিস কাঠামো:  

প্রতিটি থানা/উপজেলা শিক্ষা অফিসে  একজন থানা/উপজেলা শিক্ষা অফিসার থাকে যিনি ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা

·        প্রতি ১৫-৩০ টি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ১জন সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসাবে প্রতি থানা/উপজেলায় ৪-১৫জন পর্যন্ত সহকারী উপজেলা শিক্ষা অফিসার থাকেন । অত্র উপজেলায় ৬ জন সহকারী উপজেলা শিক্ষা অফিসার কর্মরত আছেন। একজন ইউডিএ এবং ১ জন অফিস সহকারী আছেন । ১ জন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসে ডেপুটেশনে কর্মরত আছেন 

· ১. মোট সরকারী প্রাথমিক বিদ্যালয় ২০২ টি

২. কর্মরত প্রধান শিক্ষক ১৪৫ জন

৩.কর্মরত সহকারী শিক্ষক ৮৩৪ জন

৪. শিশু কল্যাণ বিদ্যালয় - নেই 

৫. স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা ১২ টি

৬. কিন্ডার গার্টেন ৪১ টি 

৭. অন্যান্য বিদ্যালয় ২৪ টি

৮. উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সংযুক্ত বিদ্যালয় ৮টি